এফএ কাপের নতুন নিয়ম, টাইব্রেকার থাকছে প্রথম ম্যাচ থেকেই
লন্ডন, ১৯ এপ্রিল (হি.স.) : সামনের মরসুম থেকে এফে কাপে আসছে কিছু নতুন নিয়ম। এফএ কাপের প্রথম রাউন্ড থ
এফএ কাপের নতুন নিয়ম, টাইব্রেকার থাকছে প্রথম ম্যাচ থেকেই


লন্ডন, ১৯ এপ্রিল (হি.স.) : সামনের মরসুম থেকে এফে কাপে আসছে কিছু নতুন নিয়ম। এফএ কাপের প্রথম রাউন্ড থেকেই বাদ দেয়া হয়েছে রিপ্লে ম্যাচ। ঠিক হয়েছে নির্ধারিত সময়ে ম্যাচের সিদ্ধান্ত না হলে খেলা হবে টাইব্রেকারে। বর্তমানে নিয়ম আছে এফএ কাপের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাউন্ডে ৯০ মিনিটের খেলা আমীমাংসিত হলে প্রতিপক্ষের মাঠে রিপ্লেম্যাচের আয়োজন করা হয়। ইংল্যান্ড এফএ-এর সঙ্গে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর ৬ বছরের চুক্তিতে ফিরতি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এফএ কর্তৃপক্ষ জানিয়েছে, উয়েফার সূচির সঙ্গে তাল মেলানোর জন্য প্রথম রাউন্ড থেকে ফিরতি ম্যাচের নিয়ম বাতিল করা হয়েছে। তাছাড়া এখন থেকে এফএ কাপের সব রাউন্ডের ম্যাচ হবে সপ্তাহান্তে। আর এফএ কাপের ফাইনাল হবে প্রিমিয়ার লিগ শেষ হওয়ার আগের সপ্তাহে, এবং দিনটা হবে শনিবার এবং থাকবে না কোনও প্রিমিয়ার লীগের ম্যাচ।

হিন্দুস্থান সমাচার/ শান্তি




 

 rajesh pande