মন্দিরে পুজো দিয়ে ভোট দিলেন পুষ্কর সিং ধামি, বিজেপির জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাসী
খাতিমা, ১৯ এপ্রিল (হি.স.): নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সি
মন্দিরে পুজো দিয়ে ভোট দিলেন পুষ্কর সিং ধামি, বিজেপির জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাসী


খাতিমা, ১৯ এপ্রিল (হি.স.): নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শুক্রবার সকালে লোকসভা নির্বাচনের প্রথম দফায় খাতিমার একটি ভোটদান কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তাঁর সঙ্গেই ভোট দেন মুখ্যমন্ত্রীর মা ও স্ত্রী।

ভোটাধিকার প্রয়োগ করার পর মুখ্যমন্ত্রী ধামি বলেছন, আগে ভোটদান, তারপর জলপান। গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। আমরা ৫ বছরে একবার সরকার নির্বাচন করার সুযোগ পাই। আমাদের এমন একটি সরকার নির্বাচন করতে হবে যা বিশ্বে আমাদের দেশের সম্মান বাড়াবে। আমাদের নিশ্চিত করতে হবে, প্রধানমন্ত্রী মোদী যেন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন।

ভোটের সকালে সর্বপ্রথম খাতিমার পূর্ণাগিরি মন্দিরে পূজার্চনা করেন মুখ্যমন্ত্রী ধামি। ভোট দেওয়ার পর জিলেপি খেয়ে মিষ্টি মুখ করেন মুখ্যমন্ত্রী, তাঁর মা ও স্ত্রী। বিজেপির জয় নিয়ে প্রবল আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ধামি।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande