ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভে শামিল মহিলারা
দিনহাটা, ১৯ এপ্রিল (হি. স.) : শুক্রবার ভোটের দিনে সকাল থেকেই বিক্ষিপ্তভাবে অশান্তির খবর পাওয়া যাচ্ছে
ভেটাগুড়িতে উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভে শামিল মহিলারা


দিনহাটা, ১৯ এপ্রিল (হি. স.) : শুক্রবার ভোটের দিনে সকাল থেকেই বিক্ষিপ্তভাবে অশান্তির খবর পাওয়া যাচ্ছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে। দিনহাটার ভেটাগুড়ির উত্তরপাড়ায় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভে শামিল হলেন মহিলারা।

জানা গেছে, এলাকার বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। যদিও উদয়নের দাবি, ‘এটা সাজানো।’ ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।

এদিন সকাল থেকেই উত্তপ্ত রয়েছে কোচবিহার। দিনহাটার ভেটাগুড়ির খারিজা বালাডাঙায় রাস্তার ধারে তাজা বোমা উদ্ধার হয়। এদিকে কোচবিহার-১ এর ফলিমারি গ্রাম পঞ্চায়েতের মধ্য ফলিমারিতে তৃণমূলের বাইক বাহিনী এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করছে বলে অভিযোগ তোলে বিজেপি। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। সেখানেও এদিন নয়টি তাজা বোমা উদ্ধার হয়। অন্যদিকে, শীতলকুচির ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্ত হন ভোটার।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande