ভোটের দিনেও ছুটি নেই, অনলাইন ডেলিভারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ কমিশনে
চেন্নাই, ১৯ এপ্রিল (হি. স.) : তামিলনাড়ুতে প্রথম দফার ভোটে সরকারি, বেসরকারি সমস্ত সংস্থায় ছুটি ঘোষণা
ভোটের দিনেও ছুটি নেই, অনলাইন ডেলিভারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ কমিশনে


চেন্নাই, ১৯ এপ্রিল (হি. স.) : তামিলনাড়ুতে প্রথম দফার ভোটে সরকারি, বেসরকারি সমস্ত সংস্থায় ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। অভিযোগ, তাও নাকি কর্মীদের নাগরিক অধিকার কেড়েছে কয়েকটি অনলাইন বিপণন সংস্থা! ভোটের দিনেও কাজ করতে হয়েছে সেইসব সংস্থার কর্মীদের। শুক্রবার এমনই অভিযোগ উঠল তামিলনাড়ুতে। জানা গেছে, কয়েকটি অনলাইন বিপণন সংস্থার বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে।

যে সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে তাদের মধ্যে একটি সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্য আরেকটি সংস্থা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ভোটের দিনের যাবতীয় প্রশাসনিক নির্দেশিকা মেনেছে তাদের সংস্থা। সেই সমস্ত কর্মীদের, যাঁদের ভোটাধিকার রয়েছে, তাঁদের সবেতন ছুটি দেওয়া হয়েছে। এমনকী কর্মীদের ভোটদানে উৎসাহ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande