২৬ এপ্রিল কিশনগঞ্জে নির্বাচন, ৭২ ঘন্টার জন্য সিল করে দেওয়া হল ইন্দো-নেপাল সীমান্ত
কিশনগঞ্জ, ২৪ এপ্রিল (হি. স.) : ২৬ এপ্রিল দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন
২৬ এপ্রিল কিশনগঞ্জে নির্বাচন, ৭২ ঘন্টার জন্য সিল করে দেওয়া হল ইন্দো-নেপাল সীমান্ত


কিশনগঞ্জ, ২৪ এপ্রিল (হি. স.) : ২৬ এপ্রিল দেশে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। দ্বিতীয় দফার নির্বাচন হচ্ছে বিহারের কিশনগঞ্জেও। যেকোনও প্রকারের হিংসা রুখতে তৎপর নির্বাচন কমিশন। সেই কারণে নির্বাচনের ৭২ ঘন্টা আগেই সিল করে দেওয়া হল ইন্দো-নেপাল সীমান্ত।

জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৭ টা থেকে দুই দেশের মধ্যে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে কিশনগঞ্জ জেলার অন্তর্গত দিঘলব্যংক, টেরাগছ, গলগলিয়া, ঠাকুরগঞ্জ সীমান্ত। এই সময়কালে সীমান্তে বাড়ানো হয়েছে কড়া নজরদারী। রাজ্য পুলিশের সঙ্গে যৌথ টহলদারি চালাচ্ছে এসএসবি। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নেপাল সরকার ও কিশনগঞ্জ জেলা প্রশাসনের মধ্যে বৈঠকও হয়েছে। সীমান্তে যৌথ রুটমার্চ করেছে নেপাল আর্মড ফোর্স ও এসএসবি।

কিশনগঞ্জ মহকুমা শাসক লতিফুর রহমান জানান, জেলায় শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও ভয়মুক্ত পরিবেশে লোকসভা নির্বাচন সঞ্চালনার জন্যে দুই রাষ্ট্রের প্রশাসনিক পর্যায়ের বৈঠকে সীমান্ত সিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ইন্দো-নেপাল সীমান্ত সিল থাকবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande