নির্বাচনী সভামঞ্চ থেকে দলীয় প্রার্থী প্রদ্যুৎ বরদলৈকে বিপুল ভোটে পরাজিত করার আহ্বান কংগ্রেস নেত্রী বিধায়ক শিবামণির
নগাঁও (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : নির্বাচনী সভামঞ্চ থেকে দলীয় প্রার্থী প্রদ্যুৎ বরদলৈকে বিপুল ভোটে পর
Congress leader MLA Sibamoni Bora


নগাঁও (অসম), ২৪ এপ্রিল (হি.স.) : নির্বাচনী সভামঞ্চ থেকে দলীয় প্রার্থী প্রদ্যুৎ বরদলৈকে বিপুল ভোটে পরাজিত করার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেত্রী তথা বিধায়ক শিবামণি বরা।

নগাঁও সংসদীয় আসনে কংগ্ৰেসের এক নির্বাচনী সমাবেশে ভাষণ দিচ্ছিলেন দলের নেত্রী তথা বিধায়ক শিবামণি বরা। কিন্তু ভাষণ দিতে গিয়ে আচমকা তিনি বিপুল ভোটে দলীয় প্রার্থী বৰ্তমান সাংসদ প্রদ্যুৎ বরদলৈকে পরাজিত করতে উপস্থিত দর্শক-শ্রোতাদের কাছে আহ্বান জানান।

এ ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। নির্বাচনে দলের ঐক্য ও কৌশল নিয়ে উঠেছে প্রশ্ন।

নির্বাচনী সমাবেশে শিবামণি বরার বক্তব্য, ‘আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠেয় ভোটে নগাঁও লোকসভা আসনে আমরা নিশ্চিত করব যাতে কংগ্রেসের এমপি প্রার্থী প্রদ্যুৎ বরদলৈই বিপুল ভোটের ব্যবধানে পরজিত হোন। আমি সকলের কাছে আবেদন করছি, আপনারা পারবেন কি না বলুন।’

এর পর ফের তিনি জোর দিয়ে বলেন, ‘২৬ এপ্রিল জনতাকে ইভিএম-এ কংগ্রেসের বোতাম টিপতে হবে এবং নিশ্চিত করতে হবে যে নগাঁও আসনের সাংসদ এবং প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ বিপুল ব্যবধানে নির্বাচনে হেরে যান।’

প্রসঙ্গত, গতকাল বুধবার নগাঁওয়ের জুরিয়ায় বিজেপি মনোনীত প্ৰাৰ্থী সুরেশ বরার সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈয়ের বিরুদ্ধে তীব্র আক্রমণাত্মক ছিলেন বিজেপির স্টার ক্যাম্পেনার মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ড. শর্মা কংগ্রেস প্ৰাৰ্থী প্রদ্যুৎ বরদলৈকে একজন 'স্যুটকেস এমপি' বলে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন, এই প্রদ্যুৎ বরদলৈকে গতবার আপনারা সাংসদ নির্বাচিত করেছিলেন। নির্বাচনের পর কয়দিন তাঁকে আপনারা দেখেছেন? কেবল নির্বাচনের সময়ই তাঁর উপস্থিতি দেখেন আপনারা, কারণ তিনি পাঁচ বছরে একবারই নগাঁও আসেন। ঠিক কিনা, প্রশ্ন করে জনতার কাছে জানতে চান মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব।

হিমন্তবিশ্ব কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈয়ের উদ্দেশ্যে আরও বলেছিলেন, কংগ্রেস নেতাকে দেখতে অনেকটা 'ইংরেজদের' মতো। তাই অসমের মানুষকে এই কংগ্রেস নেতার সঙ্গে কথা বলার জন্য 'সঠিক ইংরেজি' শিখতে হবে। মুখ্যমন্ত্ৰী যোগ করেছিলেন, ‘বরদলৈ দরিদ্র মানুষের সঙ্গে হাত মেলাতে চান না। প্রদ্যুৎ বরদলৈয়ের চালচলন অনেকটা সাহেবদের মতো। তিনি গরিবদের সঙ্গে করমর্দনের পর সাবান দিয়ে হাত সাফাই করেন।’

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande