দেশের বিকাশের জন্য স্থিতিশীল সরকারের গুরুত্ব মধ্যপ্রদেশ ভালো করেই জানে : প্রধানমন্ত্রী
সাগর, ২৪ এপ্রিল (হি.স.): দেশের বিকাশের জন্য শক্তিশালী ও স্থিতিশীল সরকারের গুরুত্ব কতটা, তা মধ্যপ্রদে
প্রধানমন্ত্রী


সাগর, ২৪ এপ্রিল (হি.স.): দেশের বিকাশের জন্য শক্তিশালী ও স্থিতিশীল সরকারের গুরুত্ব কতটা, তা মধ্যপ্রদেশ ভালো করেই জানে। বুধবার মধ্যপ্রদেশের সাগরের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সঠিক নীতি ও সঠিক দূরদৃষ্টি থাকলেই উন্নয়ন সম্ভব হয়। তাই দেশ হোক অথবা মধ্যপ্রদেশ, উন্নয়ন তখনই হয়েছে যখন কংগ্রেস চলে গিয়েছে ও আর বিজেপি এসেছে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, কংগ্রেসের সময় মধ্যপ্রদেশের পরিচয় ছিল বিমারু রাজ্যের, এখন সেই মধ্যপ্রদেশ বিজেপি সরকারের অধীনে উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কথায়, করোনার সংকট এসেছিল, মোদী নিশ্চিত করেছে, আপনাদের রান্নাঘরে রেশনের কোনও অভাব হবে না। এখনও দেশের কোটি কোটি রান্নাঘরে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার শস্য রান্না করা হয়। আমি আমাদের মা-বোনদের এই গ্যারান্টি দিচ্ছি যে আগামী পাঁচ বছর রেশন নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande