তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজ্যবাসী, ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা
কলকাতা, ২৪ এপ্রিল (হি. স.) : তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজ্যবাসী। আগামী তিন দিন আরও ২ থেকে ৪ ডিগ্রি স
তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজ্যবাসী, ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা


কলকাতা, ২৪ এপ্রিল (হি. স.) : তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজ্যবাসী। আগামী তিন দিন আরও ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে চলেছে রাজ্যে। তারপরের দু’দিনও একই রকম গরম থাকবে। আগামী তিন দিন রাজ্যের হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। গোটা রাজ্যের বেশ কিছু জেলাতে রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ুর কারণে রাজ্যের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে চলেছে। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ হতে পারে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শুক্রবার তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া। সেখানে জারি লাল সতর্কতা। দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলিতেও তীব্র তাপপ্রবাহ হতে পারে। সেখানে জারি কমলা সতর্কতা। দক্ষিণের বাকি জেলায় চলবে তাপপ্রবাহ। শনিবার দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, বীরভূম, হুগলিতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তীব্র গরম থেকে রেহাই নেই উত্তরবঙ্গবাসীরও। শনিবার পর্যন্ত মালদা এবং উত্তর দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পূর্বাভাস। শনিবার সেখানে হতে পারে তীব্র তাপপ্রবাহ। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও থাকবে গরম। শনিবার পর্যন্ত পরিস্থিতি একইরকম থাকবে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande