দক্ষিণ এশিয়ান ট্রায়াথলন চ্যাম্পিয়নশিপ: ভারতের প্রতিনিধিত্ব করার জন্য ৩৩ জনের দল যাচ্ছে নেপাল
নেপাল, ২৪ এপ্রিল (হি.স.): দক্ষিণ এশিয়ান ট্রায়াথলন চ্যাম্পিয়নশিপে নেপালে প্রতিনিধিত্ব করতে একটি ৩৩
pokhra


নেপাল, ২৪ এপ্রিল (হি.স.): দক্ষিণ এশিয়ান ট্রায়াথলন চ্যাম্পিয়নশিপে নেপালে প্রতিনিধিত্ব করতে একটি ৩৩ জনের ভারতীয় দল নেপালের পোখরায় যাচ্ছে। একটি স্প্রিন্ট রেস যার মধ্যে ৭৫০মিটার সাঁতার, ২০ কিমি সাইক্লিং এবং ৫ কিমি দৌড় রয়েছে৷ ২৭ এপ্রিল নেপালের পোখারায় এশিয়া ট্রায়াথলন কাপের উদ্বোধন হবে।

সার্ভিসেসের মুরলিধরন সিনিমল গত বছরের মত এবারও ভালো ফল করবেন আশা করা যাচ্ছে। গত বছর এই প্রতিযোগিতায় তিনি তৃতীয় স্থান পেয়েছিলেন এবং ২০২২ সালে বিজয়ী ছিলেন। পুরুষদের যে ২০ সদস্যের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে তার মধ্যে তেলহেইবা সোরাম এবং ক্ষেত্রমায়ুম কবিদাশ সিংয়ের মণিপুর জুটি রয়েছে।

এছাড়া প্রজ্ঞা গত সংস্করণে তার তৃতীয় টানা দক্ষিণ এশিয়ার শিরোপা জিতেছিল এবং মহিলাদের সামগ্রিক বিভাগে নবম স্থানও নিয়েছিল।

হিন্দুস্থান সমাচার / শান্তি




 

 rajesh pande