বীরচন্দ্রমনু এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক
সাব্রুম (ত্রিপুরা), ২৫ এপ্রিল (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্রমনু এলাকায় জাতীয় সড়কে যান দু
বীরচন্দ্রমনু এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত বাইক চালক


সাব্রুম (ত্রিপুরা), ২৫ এপ্রিল (হি.স.) : দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্রমনু এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় গুরতর আহত একজন। দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বীরচন্দ্রমনু বাজারে গ্রামীন ব্যাংক সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টিআর ০৮ ডি ৭৯০৭ নম্বরের বাইক দুর্ঘটনায় পড়ে। বীরচন্দ্রমনুর সুরেন্দ্র সর্দার পাড়ার বাসিন্দা অমিত মুড়া সিং ( ২৫ ) দ্রুতগতিতে থাকার ফলে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুটি ও দুটি বাইকে সজোরে ধাক্কা দিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান শান্তিরবাজারের দমকলবাহিনীর কর্মীরা। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগে একটি ভার্নার গাড়ির চালক আহত যুবককে চিকিৎসার জন্য গোমতি জেলা হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, বাইক চালকের হেলমেট ছিল না।

প্রসঙ্গত, প্রতিনিয়ত কিছু যুবক বেপরোয়াভাবে অতিরিক্ত গতিতে বাইক চালানোর জন্য এ ধরনের দুর্ঘটনা ঘটছে। এ ব্যাপারে পুলিশকে সঠিক পদক্ষেপ গ্রহণ করার দাবি তুলছেন জনগণ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande