হেস্টিংসে সরকারি বাসে আগুন; তড়িঘড়ি নেমে পড়লেন যাত্রীরা, কেউ হতাহত হননি
কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): তীব্র গরমের মধ্যেই কলকাতার হেস্টিংসে আগুন লাগল হাওড়া-খিদিরপুরগামী একটি স
কেউ হতাহত হননি


কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): তীব্র গরমের মধ্যেই কলকাতার হেস্টিংসে আগুন লাগল হাওড়া-খিদিরপুরগামী একটি সরকারি বাসে। চলন্ত বাসের ইঞ্জিনের সামনের অংশে প্রথমে ধোঁয়া দেখা যায়, তারপরেই আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখা মাত্রই চালক বাস থামিয়ে দেন, তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। পরে দমকলের দু'টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের অধিকাংশ অংশ পুড়ে গিয়েছে।

পুলিশ জানিয়েছে, হাওড়া-খিদিরপুর গামী সরকারি বাসে বৃহস্পতিবার সকাল সাড়ে নটা নাগাদ হঠাৎ করেই ইঞ্জিনের সামনের অংশে ধোঁয়া দেখা যায়। তারপরেই আচমকাই আগুন লেগে যায় বাসে। বাস যাত্রীদের নামিয়ে আনা সম্ভব হয়েছে । দমকলের দু'টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande