মোদী ও রাহুলের বিরুদ্ধে এমসিসি লঙ্ঘনের অভিযোগ, বিবেচনা করে দেখবে ইসিআই
নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি (এমসিসি
মোদী ও রাহুলের বিরুদ্ধে এমসিসি লঙ্ঘের অভিযোগ


নয়াদিল্লি, ২৫ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আদর্শ নির্বাচনী আচরণবিধি (এমসিসি) লঙ্ঘনের অভিযোগ এনেছে কংগ্রেস। পাল্টা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এমসিসি লঙ্ঘনের অভিযোগ এনেছে বিজেপি। উভয় দলের এই অভিযোগ বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসিআই)। বিজেপি এবং কংগ্রেস উভয় দলই একে ওপরের বিরুদ্ধে ধর্ম, জাত, সম্প্রদায় ও ভাষার ভিত্তিতে ঘৃণা ও বিভেদ সৃষ্টির অভিযোগ তুলেছে। ২৯ এপ্রিল বেলা এগারোটার মধ্যে জবাব তলব করেছে নির্বাচন কমিশন।

জনপ্রতিনিধিত্ব আইনের ৭৭ ধারা প্রয়োগ করে ও তারকা প্রচারকদের সংযত করার জন্য, প্রথম পদক্ষেপ হিসাবে উভয় দলের সভাপতিদের দায়ী করেছে নির্বাচন কমিশন। ২৯ এপ্রিল বেলা এগারোটার মধ্যে জবাব তলব করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, রাজনৈতিক দলগুলিকে নিজেদের প্রার্থী, বিশেষ করে তারকা প্রচারকদের আচরণের জন্য প্রাথমিক ও ক্রমবর্ধমান দায়িত্ব নিতে হবে।বক্তব্যে সংযত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande