নির্বাচনী ইস্তেহার প্রকাশ এনসিপি-এসসিপি-র, মোদী ও শাহকে তোপ পওয়ারের
পুণে, ২৫ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল এনসিপি-এস
নির্বাচনী ইস্তেহার প্রকাশ এনসিপি-এসসিপি-র


পুণে, ২৫ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল এনসিপি-এসসিপি। এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ার এদিন দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন। উপস্থিত ছিলেন জয়ন্ত পাটিল। নির্বাচনী ইস্তেহার প্রকাশের পর শরদ পওয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন। শরদ পওয়ার বলেছেন, গত দশ বছরে কৃষকের আত্মহত্যা বেড়েছে, অমিত শাহের আগে বলা উচিত গত দশ বছরে আত্মহত্যা বন্ধ করতে তিনি কী করেছেন।

প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করে শরদ পওয়ার বলেছেন, জনগণ আশা করেন, দেশের প্রধানমন্ত্রী হবেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্যই। একটি বক্তৃতায় তিনি দেশের সংখ্যালঘুদের সম্পর্কে ভিন্ন অবস্থান নেওয়ার চেষ্টা করেছেন, আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করব, যে তার দৃষ্টিভঙ্গি দেশের ঐক্যে আঘাত করতে পারে এবং নিন্দা করা উচিত।

জয়ন্ত পাটিল বলেছেন, আমরা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছি, যে বিষয়গুলি ইস্তেহারে অন্তর্ভুক্ত, তা আমাদের নেতারা সংসদে তুলে ধরবেন। আমাদের ইস্তেহার হলো 'শপথপত্র'। মুদ্রাস্ফীতি বাড়ছে, কৃষকের অবস্থা খারাপ, এবং বেকারত্ব শীর্ষে... গত দশ বছরে, সংস্থাগুলির অপব্যবহার, এবং বেসরকারীকরণের মতো বিষয়গুলি বাড়ছে। আমরা ইতিমধ্যেই এই সমস্ত বিষয়ে আমাদের অবস্থান ব্যক্ত করেছি। আমরা এলপিজি গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম কমাব। আমরা ক্ষমতায় আসলে সরকারি চাকরিতে শূন্যস্থান পূরণ করব। নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কঠোর আইন আনা হবে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande