লামডিং-বদরপুর পাহাড় লাইনে লাইনচ্যুত পণ্যবাহী ট্রেন, বন্ধ সমস্ত ট্রেন পরিষেবা
হাফলং (অসম), ২৫ এপ্রিল (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড় লাইনে লাইনচ্যুত হয়েছে পণ্যবাহী ট্রেন। ফলে পাহা
Goods train derailed on Lumding-Badarpur Hill Section


হাফলং (অসম), ২৫ এপ্রিল (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড় লাইনে লাইনচ্যুত হয়েছে পণ্যবাহী ট্রেন। ফলে পাহাড় লাইনে সমস্ত ট্রেন পরিষেবা চলাচল বন্ধ হয়ে পড়েছে। ঘটনা আজ বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ সংঘটিত হয়েছে।

আজ সকালে বদরপুর থেকে লামডিংগামী একটি খালি পণ্যবাহী ট্রেন হারাঙ্গাজাও ও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী ১১০ কিলোমিটারে লাইনচ্যুত হয়। খালি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। খবর পেয়ে বদরপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে পণ্যবাহী ট্রেনের চাকা তোলার পর বিকাল সাড়ে তিনটা নাগাদ পাহাড় লাইনে পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়।

এর পর শিয়ালদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাগ্রস্ত এলাকা পার হয়ে যায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার পর ১১০ কিলোমিটার অংশে পুনরায় আরেকটি লাইট ইঞ্জিন লাইনচ্যুত হয়। যার দরুন পাহাড় লাইনে পুনরায় রেল চলাচল বন্ধ হয়ে পড়ে।

পাহাড় লাইনে রেল চলাচল কখন পুনরায় স্বাভাবিক হবে এ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে ডিআরএম সহ রেলের উচ্চপদস্থ আধিকারিক ছুটে এসেছেন। রাতে উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার দুর্ঘটনাস্থলে আসবেন বলে জানা গেছে।

জানা গেছে, হারাঙ্গাজাও এবং জাটিঙ্গার মধ্যবর্তী ১১০ কিলোমিটার অংশে রেল সম্পূর্ণ বেঁকে গিয়েছে। ওই জায়গাটি এখন ঝুকিপূর্ণ। তাই ওই জায়গার রেল লাইন তুলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।

ইতিমধ্যে ঠিকাদার সংস্থাকে ডেকে পাঠানো হয়েছে ১১০ কিলোমিটার অংশে। এদিকে পাহাড় লাইনে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে রেলপথ বন্ধ হয়ে পড়ায় সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেসকে জাটিঙ্গা লামপুর স্টেশন থেকে যাত্রা বাতিল করে নিউহাফলং স্টেশনে ফিরিয়ে নিয়ে আনা হয়েছে। অন্যদিকে ডিটেকছড়া স্টেশনে আটকে পড়া শিলচর-গুয়াহাটি এক্সপ্রেসের যাত্রা বাতিল করে শিলচর ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগরতলা-মুম্বাই লোকমান্য তিলক এক্সপ্রেসকে দামছড়া স্টেশনে থেকে বদরপুর ফিরিয়ে নেওয়া হয়েছে বলে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এখন যা পরিস্থিতি, তাতে পাহাড় লাইনে কবে নাগাদ পুনরায় রেল চলাচল স্বাভাবিক হয়ে উঠবে, এ নিয়ে কোনও তথ্য দিতে পারছে না উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / নিরূপম / সমীপ




 

 rajesh pande