পাটনায় জেডিইউ নেতাকে গুলি করে খুন, তদন্তে বিহার পুলিশ
পাটনা, ২৫ এপ্রিল (হি.স.): বিহারের পাটনায় গুলি চালিয়ে খুন করা হল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর এক নেতা
তদন্তে বিহার পুলিশ


পাটনা, ২৫ এপ্রিল (হি.স.): বিহারের পাটনায় গুলি চালিয়ে খুন করা হল জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর এক নেতাকে। লোকসভা ভোটের সময় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে। নিহত জেডিইউ নেতার নাম - সৌরভ কুমার। এসডিপিও মাসৌরি কানহাইয়া সিং বলেছেন, সৌরভ কুমার তাঁর বন্ধুদের সঙ্গে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। ফেরার সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়, তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং মুনমুন কুমার নামে আরও একজন আহত হয়েছেন। তাঁদের কঙ্করবাগ উমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে ততক্ষণে সৌরভ কুমার মারা যায়। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

সৌরভ কুমার বুধবার রাতে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন। বাইকে তাঁর সঙ্গে ছিলেন এক সঙ্গী। হঠাৎই চার জন আততায়ী সৌরভদের ঘিরে ধরে গুলি চালাতে শুরু করে। সৌরভকে লক্ষ্য করে তিনটি এবং তাঁর সঙ্গীকে লক্ষ্য করে দু’টি গুলি ছোড়া হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দু’জন। দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সৌরভকে মৃত বলে ঘোষণা করেন। আর এক জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের তরফে জানানো হয়েছে, সৌরভের মাথায় এবং ঘাড়ে গুলি লাগে। তবে কী কারণে তাঁকে খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ এই হত্যাকাণ্ডের নেপথ্যে রাজনৈতিক এবং ব্যবসায়িক, দুই যোগসূত্রই খতিয়ে দেখার কথা জানিয়েছে। বাইকে চেপে আসা চার আততায়ীর সন্ধানে স্থানীয় এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে পাটনার পুলিশ সুপার ভারত সোনি বলেন, “সব দিক খতিয়ে দেখেই আমরা তদন্ত চালাচ্ছি।”

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande