তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জলপাইগুড়ির বানারহাটে রাস্তার কাজ স্থগিত
জলপাইগুড়ি, ২৫ এপ্রিল (হি.স.) : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জলপাইগুড়ির বানারহাটে রাস্তার কাজ আপাতত স্থ
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জলপাইগুড়ির বানারহাটে রাস্তার কাজ স্থগিত


জলপাইগুড়ি, ২৫ এপ্রিল (হি.স.) : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জলপাইগুড়ির বানারহাটে রাস্তার কাজ আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। বহিরাগতদের দিয়ে রাস্তার পেভার ব্লক তুলে ফেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, বানারহাটের শালবাড়ি-১ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব দুরামারি এলাকায়। বৃহস্পতিবার এই তথ্য জানা গিয়েছে।

ওই এলাকায় তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরি ও জুলুমবাজির অভিযোগ রয়েছে বহুদিন ধরেই। যার জেরে বন্ধ হয়ে গিয়েছে কোটি টাকার রাস্তার কাজ। জানা গিয়েছে, জলপাইগুড়ির দুরামারি বাজার থেকে পূর্বদুরমারি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে পেভার ব্লক বিছিয়ে নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এই কাজ শুরু হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয়ে যায়। কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থা এক গোষ্ঠীকে সমস্ত কাজের হিসেব বুঝিয়ে তাদের দায়িত্বে কাজ ছেড়ে দেওয়ায় অপর গোষ্ঠী কাজ বন্ধের জন্যে বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে বলে অভিযোগ।

হিন্দুস্থান সমাচার / অর্পিতা




 

 rajesh pande