বান্দিপোরায় জারি অভিযান, হেলিকপ্টার নিয়ে চলছে জঙ্গিদের খোঁজে তল্লাশি
বান্দিপোরা, ২৫ এপ্রিল (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে
বান্দিপোড়ার জঙ্গল এলাকায় হেলিকপ্টারের সাহায্যে চলছে জঙ্গিদের তল্লাশি


বান্দিপোরা, ২৫ এপ্রিল (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবারও বান্দিপোরায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রেখেছে বাহিনী। এই অভিযান চালানোর জন্য নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার ব্যবহার করছে। উল্লেখ্য, বুধবার ওই এলাকায় জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে দুজন সেনা আহত হয়েছেন।

প্রসঙ্গত, নিরাপত্তা বাহিনীর কর্মীরা জানিয়েছেন,পুলিশ,সেনাবাহিনীর কর্মীরা এবং সিআরপিএফ-এর একটি যৌথ দল অন্তত দুই থেকে তিনজন জঙ্গির উপস্থিতির খবর পেয়ে বান্দিপোরার জঙ্গল এলাকায় অনুসন্ধান অভিযান শুরু করে। তখনই ওই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে কাছে আসতে দেখে গুলি ছুড়তে শুরু করে, এরপরেই সংঘর্ষ শুরু হয়। গোলাগুলিতে দুই সেনা জওয়ান আহত হন, যাদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। বুধবার সারারাত ওই এলাকায় জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলেছে, বৃহস্পতিবারও অভিযান চলছে।

হিন্দুস্থান সমাচার / অর্পিতা




 

 rajesh pande