তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছলেন ভোটকর্মীরা
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৫ এপ্রিল (হি.স.) : রাত পোহালেই ২ নং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট। আর এই ল
তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন ভোটকেন্দ্রে পৌঁছলেন ভোটকর্মীরা


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৫ এপ্রিল (হি.স.) : রাত পোহালেই ২ নং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট। আর এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণকে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করার জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত প্রকারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তৈরি হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়।

বৃহস্পতিবার সকাল থেকেই তেলিয়ামুড়া মহকুমাশাসক কার্যালয় থেকে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত তেলিয়ামুড়া, কল্যাণপুর প্রমোদনগর এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণের সাথে যুক্ত কর্মীরা ধীরে ধীরে নিজেদের ভোটগ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

উল্লেখ্য, কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে মোট ভোটকেন্দ্র ৫৬টি এবং মোট ভোটার ৪৫০৩২ জন, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে ৫৪টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ৪৫৩০৪ জন ভোটার নিজেদের মূল্যবান ভোট প্রদান করবেন। অন্যদিকে, ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে ৫০ টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেবেন মোট ৩৮৪০০ জন।

জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমায মোট সাতটি এ রকম ভোটকেন্দ্র রয়েছে যেখানে ভোট গ্রহণের কাজে যুক্ত কর্মীরা সবই মহিলা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande