উসাইন বোল্ট আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দুত হলেন
নিউইয়র্ক, ২৫ এপ্রিল (হি.স.): এ বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বক
উসাইন বোল্ট আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দুত হলেন


নিউইয়র্ক, ২৫ এপ্রিল (হি.স.): এ বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অলিম্পিক কিংবদন্তি উসাইন বোল্টকে আইসিসি বিশ্বকাপের দূত হিসাবে ঘোষণা করেছে।বুধবার রাতে আইসিসি এ ঘোষণা করেছে। বোল্ট বিশ্বকাপের প্রচারে মুখ্য ভূমিকা পালন করবেন। আগামী সপ্তাহে শিল্পী শন পল এবং কেসের সাথে ইভেন্টের অফিসিয়াল অ্যান্থেম মিউজিক ভিডিও প্রকাশে একটি ক্যামিও উপস্থিতির মাধ্যমে শুরু হবে৷

তাছাড়া আটবারের এই অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও অংশ নেবেন। উসাইন বোল্ট এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বলেন, “আমি বিশ্বকাপের দূত হতে পেরে রোমাঞ্চিত। ক্যারিবিয়ান থেকে আসা যেখানে ক্রিকেট জীবনের একটি অংশ, খেলাটি সবসময়ই আমার হৃদয়ে একটি বিশেষ স্থান ধরে রেখেছে, এবং আমি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে অংশ নেওয়া এবং বিশ্বব্যাপী ক্রিকেটের বিকাশে অবদান রাখার জন্য উন্মুখ।

হিন্দুস্থান সমাচার/ শান্তি




 

 rajesh pande