তীব্র দাবদাহে বিরাম নেই, তাপপ্রবাহ ও ঘর্মাক্ত গরমে নাস্তানাবুদ বঙ্গভূমি
কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): সকাল হতে না হতেই প্রখর রোদের তেজ, তীব্র তাপপ্রবাহে নাজেহাল কলকাতা-সহ দক্ষ
তীব্র দাবদাহে বিরাম নেই


কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): সকাল হতে না হতেই প্রখর রোদের তেজ, তীব্র তাপপ্রবাহে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। রোদ ও তাপের দাপটে জনজীবন কার্যস্ত বিপর্যস্ত। শুধুমাত্র কলকাতাই নয়, শহরতলি ও গ্রামাঞ্চলেও একই অবস্থা। দুপুরে ফাঁকা হয়ে যাচ্ছে কলকাতার রাস্তাঘাট, আর গ্রামে গরম থেকে বাঁচতে গাছের তলায় আশ্রয় খুঁজছেন মানুষজন। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে। শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ুর কারণে রাজ্যের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে চলেছে। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। বৃহস্পতিবার তীব্র তাপপ্রবাহ হতে পারে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। সেখানে জারি লাল সতর্কতা। দুই ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলিতেও তীব্র তাপপ্রবাহ হতে পারে। সেখানে জারি কমলা সতর্কতা। দক্ষিণের বাকি জেলায় চলবে তাপপ্রবাহ। শনিবার দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, বীরভূম, হুগলিতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রাজ্যের বাকি জেলায় হতে পারে তাপপ্রবাহ।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande