দাঁতনের জনসভা থেকে বিজেপিকে নিশানা মমতার
দাঁতন, ২৫ এপ্রিল (হি. স.): বৃহস্পতিবার মেদিনীপুরের দাঁতনের জনসভা থেকে কেন্দ্রের উদ্দেশ্যে সুর চড়ালে
mamata


দাঁতন, ২৫ এপ্রিল (হি. স.): বৃহস্পতিবার মেদিনীপুরের দাঁতনের জনসভা থেকে কেন্দ্রের উদ্দেশ্যে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁতনের সভা থেকে বিজেপিকে উপড়ে ফেলার নিদান দিলেন মমতা।

বিজেপির কাছে তাঁর সরাসরি প্রশ্ন, কী এমন হল যে এই কেন্দ্র থেকে প্রার্থী বদলাতে হল। মমতার সাফ কথা, শুভেন্দুর নাম তাঁর মুখে আনতেও লজ্জা করে। মমতার অভিযোগ, গদ্দার, বুকে হাত দিয়ে বলতে পারবেন, তিনি কারও কাছে কিছু নেননি? বলতে পারবেন, কত জন তাঁর হাত দিয়ে চাকরি পেয়েছেন? পুরুলিয়ার লোকেরা রাস্তায় কেন বসেছিল? এই নির্বাচনেই সব হিসাব হয়ে যাবে বলেও এদিন দাবি করেন মমতা। দাঁতনেও তিনি জানান, বিচারপতিদের তিনি অসম্মান করেন না। গণতন্ত্র আজ কাঁদছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরি কেড়ে নেওয়া হয়েছে। স্কুল চলবে কী করে। আসলে চাইছে তৃণমূল যেন ভোটে কাজ করতে না পারে, কেন্দ্রীয় এজেন্সির লোক কাজ করবে।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande