মে মাসেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ : জানালেন শিক্ষামন্ত্রী
কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.) : মে মাসেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে । বৃহস্পতি
মে মাসেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ : জানালেন শিক্ষামন্ত্রী


কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.) : মে মাসেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে । বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, আগামী ২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। উচ্চমাধ্যমিকের ফল জানা যাবে ৮ মে। ওইদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফলপ্রকাশ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এই বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। পাশাপাশি, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলেছে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। উভয় ক্ষেত্রেই নিয়ম হল, পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করা। সেক্ষেত্রে উভয় ক্ষেত্রেই ৯০ দিনের আগেই দু’টি পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। নির্দিষ্ট দিনে পর্ষদের ওয়েবসাইট থেকে নিজেদের ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। পাশাপাশি ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। অন্যদিকে, ওই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। চলবে ১৮ মার্চ পর্যন্ত।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande