ইয়োহান ক্রুইফ: অনন্য এক ফুটবলশিল্পীর বৃহস্পতিবার জন্মদিন
কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): বিশ্ব ফুটবলে সর্বকালের সেরা দশ ফুটবলারের মধ্যে নিঃসন্দেহে থাকবেন নেদারল্য
kruif


কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.): বিশ্ব ফুটবলে সর্বকালের সেরা দশ ফুটবলারের মধ্যে নিঃসন্দেহে থাকবেন নেদারল্যান্ডসের জোহান ক্রুয়েফ। তাঁর পুরো নাম হেন্ড্রিক জোহানেস ক্রুয়েফ। বিশ্বকে টোটাল ফুটবল যিনি উপহার দিয়েছিলেন সেই জিনিয়াস ফুটবলার জোহান ক্রুয়েফের বৃহস্পতিবার ৭৮তম জন্মবার্ষিকী।

বিশ্ব ফুটবলের এই ফুটবলারকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। একটা সময় মনে হতো টোটাল ফুটবলের ধারণাটা একটা মিথ। কিন্তু সে ধারণা তিনি ভেঙে দিয়েছিলেন। জোহান ক্রুয়েফ বিশ্ব ফুটবলকে দেখিয়ে দিয়েছিলেন টোটাল ফুটবল বলে একটা কিছু হয় এবং সেটাই তিনি দেখিয়েছিলেন।বিশ্ব ফুটবলে অনেক দেশ এখন সেটা অনুসরণ করে।

ইতিহাসের অন্যতম এই ফুটবলার ১৯৬৪ থেকে ১৯৮৪ পেশাদার ক্যারিয়ারে ৫১৮ ম্যাচ খেলে ২৯৪টি গোল করেছেন।তিনবার ব্যালন ডি'অর জিতেছেন।খেলোয়াড় জীবনে দুটি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন।কোচ হিসেবেও খ্যাতি ছিল তার।

১৯৯৯ সালে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস ক্রুইফকে ইউরোপীয় শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত করেছিল এবং তাদের বিশ্বসেরা খেলোয়াড়ের জরিপে পেলের পরে দ্বিতীয় হন তিনি। ফরাসি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল তাদের প্রাক্তন ব্যালন ডি'অর বিজয়ীদের সাথে তাদের শতকের সেরা ফুটবলার নির্বাচিত করার জন্য আয়োজিত ভোটে তৃতীয় হন তিনি। তিনি ১৯৯৮ সালে ২০ শতকের বিশ্ব দলে , ২০০২ সালে ফিফা বিশ্বকাপের স্বপ্নের দলে এবং ২০০৪ সালে বিশ্বের সেরা জীবিত খেলোয়াড়দের ফিফা ১০০ তালিকায় অন্তর্ভুক্ত হন তিনি।

হিন্দুস্থান সমাচার / শান্তি




 

 rajesh pande