শিলচর আসনের বাবুরবাজার ভোটকেন্দ্রে বিজেপি কর্মীদের ওপর কংগ্রেসি গুণ্ডাবাহিনীর হামলা
অফিস ভাঙচুর, উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাটিগড়া (অসম), ২৬ এপ্রিল (হি.স.) : ভো
Congress goons attack a polling station in Silchar constituency


অফিস ভাঙচুর, উত্তেজনা, পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

কাটিগড়া (অসম), ২৬ এপ্রিল (হি.স.) : ভোটগ্রহণ কেন্দ্রে গুণ্ডাবাহিনীর তাণ্ডব। ভোটার পরিচয় পত্র সঙ্গে না আনার জন্য ভোট প্রদানে বাধাগ্রস্ত হচ্ছেন ভোটাররা। ভোটার কার্ডের বিষয় এবং একটি রাজনৈতিক দলের কার্যালয় স্থাপনের বিষয়কে কেন্দ্র উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে শিলচর আসনের অন্তর্গত কাছাড় জেলাধীন কাটিগড়ার বাবুরবাজারে।

আজ শুক্রবার সকালে ভোট কেন্দ্রের সংলগ্ন স্থানে বিজেপির কার্যালয় স্থাপনকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এমন-কি ছিঁড়ে ফেলা হয়েছে ভারতীয় জনতা পার্টির ব্যানার সহ আনুষঙ্গিক ফ্ল্যাক্স লিফলেট প্রভৃতি। অফিসের চেয়ার টেবিল ভেঙে চুরমার করে দিয়েছে বিরোধী কংগ্রেসর মদতপুষ্ট গুণ্ডাবাহিনী।

কাটিগড়া বিধানসভা কেন্দ্রের আওতাধীন বিহাড়ার পার্শ্ববর্তী বাবুরবাজারে সকাল আনুমানিক সকাল ৯-টা নাগাদ ৫১২ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে ভোট চলাকালীন আচমকা পরিস্থিতি বিগড়ে যায়। ভোটকেন্দ্র সংলগ্ন স্থানে বিজেপি দলের কার্যালয় স্থাপনের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় এই উত্তপ্ত পরিস্থিতি। এছাড়া এদিন কিছু সংখ্যক ভোটার তাঁদের পরিচয়পত্র সঙ্গে না আনায় পরস্পর বিরোধী দুটি রাজনৈতিক দলের কর্মকর্তাদের মধ্যে চরম বাকবিতণ্ডা শুরু হয়। দুষ্কৃতীরা ভেঙে দিয়েছে বিজেপি কার্যালয়ের চেয়ার টেবিল সহ অফিসের আসবাবপত্র। ছিঁড়ে ফেলা হয়েছে ভারতীয় জনতা পার্টির ব্যানারও।

জানা গেছে, কংগ্রেসের কট্টর সমর্থকের একটি দল নিজেদের পেশিবল জাহির করতে গিয়ে বিজেপি কার্যকর্তা ও সমর্থকদের ওপর চড়াও হয়। মুহূর্তের মধ্যেই গোটা ভোটকেন্দ্র ও সংলগ্ন এলাকায় লংকাকাণ্ডের পরিস্থিতি দেখা দেয়। যার ফলে শান্তিপ্রিয় ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন।

স্পর্শকাতর বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। তবে এমন হিৎসাত্মক ঘটনার পেছনে কংগ্রেসের কিছু সংখ্যক উগ্র মানসিকতাসম্পন্ন ব্যক্তিদের দায়ী করেছেন বিজেপি কর্মীরা। হিংসাত্মক এই ঘটনার খবর পেয়ে কালাইন থানার ওসি এবং বিহাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ আধাসামরিক বাহিনীর জওয়ানরা তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিজেপির স্থানীয় নেতারা জানিয়েছেন, অবাঞ্ছিত এ ধরনের ঘটনার জন্য দায়ী দুষ্কৃতীদের চিহ্ণিত করা হয়েছে। কংগ্রেসের সমর্থক এই সব দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে থানায় এফআইআর দায়ের করা হবে বলে জানান বিজেপি নেতা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং স্বাভাবিকভাবে ভোট প্রক্রিয়াও চলছে।

হিন্দুস্থান সমাচার / বিশু / সমীপ




 

 rajesh pande