ময়নায় পানের বরজে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
পূর্ব মেদিনীপুর, ২৬ এপ্রিল (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় পানের বরজে এক নিখোঁজ যুবকের ঝুলন্ত দ
পানের বরজে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য


পূর্ব মেদিনীপুর, ২৬ এপ্রিল (হি.স.): পূর্ব মেদিনীপুর জেলার ময়নায় পানের বরজে এক নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বিজেপি-র দাবি, ওই যুবক তাঁদের দলের কর্মী। বিজেপি-র তরফে জানানো হয়েছে, “যুবকের নাম দীনবন্ধু (ধনঞ্জয়) মিদ‍্যা। বয়স ১৮। পিতা সুদর্শন মিদ‍্যা। গ্রাম গোড়া মহাল বিজেপির সক্রিয় কর্মী। বুধবার রাত থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। মাঝ রাতে একটা পানের বরজ থেকে পাওয়া ওই যুবকের ঝুলন্ত দেহ। তাঁর গায়ে আঘাতের চিহ্ন আছে। দেহের বেশ কিছুটা অংশ মাটিতে হাঁটু লেগে আছে।”

বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল শুক্রবার সংবাদমাধ্যমে বলেন, “দীনবন্ধু গ্রামের ২৩৪ নম্বর বুথের কার্যকর্তার বাড়ির ছেলে। ও সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। তবে বিজেপি সমর্থক। বাড়ির সবাই এবং প্রতিবেশীদের অনেকে ওই দলের সমর্থক। তৃণমূলের ছেলেরা তাঁকে নৃশংসভাবে খুন করেছে। গত বছর ১ মে এখানেই, এই বুথেরই এক বিজেপি কার্যকর্তাকে খুন করা হয়। তার তদন্ত চলছে। সেই খুনের প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে আবার একটা খুন। বুধবার ফোনে মা-কে বাড়ি ফিরে খাবে বলে ধনঞ্জয়। তার পর নিখোঁজ হয়ে যায়। পুলিশকে অভিযোগ করা হয়েছে।”

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande