'প্রথম ভোট' দেওয়া হল না দার্জিলিং-এর তৃণমূল প্রার্থীর, আক্ষেপ গোপাল লামার
শিলিগুড়ি, ২৬ এপ্রিল (হি.স.): সর্বাগ্রে ভোট দেওয়ার ইচ্ছে পূরণ হল না দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল
আক্ষেপ গোপাল লামার


শিলিগুড়ি, ২৬ এপ্রিল (হি.স.): সর্বাগ্রে ভোট দেওয়ার ইচ্ছে পূরণ হল না দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার। ভোট দিলেন ঠিকই, কিন্তু প্রথম ভোট দেওয়া হল গোপাল লামার। শুক্রবার সকাল সকাল শিলিগুড়ির প্রধান নগরের মার্গারেট স্কুলে ভোট দিতে পৌঁছন তিনি। ভোটদান পর্ব মিটিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোপাল বলেন, “সবার প্রথমে ভোট দেওয়ার ইচ্ছা থাকলেও তা হল না। আমার আগে এক জন বৃদ্ধ মহিলা ছিলেন। তিনিই প্রথম ভোট দিলেন। আমি তার পরে। সকাল সকাল বুথগুলিতে ভিড় হতে শুরু করেছে। সারা দিন সমতলেই বিভিন্ন বুথে ঘুরব। পাহাড়ে যাওয়ার পরিকল্পনা নেই। শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে।”

দার্জিলিং সংসদীয় আসনে এ বার মূলত ত্রিমুখী লড়াই। তবে এখানের অঙ্ক যে আর পাঁচটা কেন্দ্রের চেয়ে জটিল, তা মানছেন অনেকেই। বিজেপি এ বারও সেখানে প্রার্থী করেছে দলের বিদায়ী সাংসদ রাজু বিস্তাকে। তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন আমলা গোপাল লামাকে। কংগ্রেস প্রার্থী করেছে মুনীশ তামাংকে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande