আরও একবার মঙ্গলসূত্র প্রসঙ্গ তুললেন মোদী
মালদা, ২৬ এপ্রিল, (হি.স.): মঙ্গলসূত্র প্রসঙ্গ আরও একবার বাংলার মাটিতে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র
আরও একবার মঙ্গলসূত্র প্রসঙ্গ তুললেন মোদী


মালদা, ২৬ এপ্রিল, (হি.স.): মঙ্গলসূত্র প্রসঙ্গ আরও একবার বাংলার মাটিতে তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মালদার সভায় তিনি বলেন, ইন্ডি জোটের আরও এক বিপজ্জনক লক্ষ্য, এরা নতুন আইন এনে মহিলাদের মঙ্গলসূত্র থেকে শুরু করে আদিবাসী মহিলাদের গয়না, সব যাচাই করবে। সেটার জন্য কংগ্রেসের শাহজাদা বিদেশ থেকে এক্স রে মেশিন এনেছে। সবার এক্স রে করে দেবে।

কংগ্রেস মহিলাদের মঙ্গলসূত্র খুলে নিতে পিছপা হবে না বলে সম্প্রতি নির্বাচনী সভায় মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদী। এ নিয়ে শুরু হয়েছে দেশজোড়া বিতর্ক। যে মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের নোটিসও পেতে হয়েছে তাঁকে।

শুক্রবার নরেন্দ্র মোদী বলেন, কংগ্রেসের উদ্দেশ্য, যার কাছে যা সোনা চাঁদি জমি থাকবে, সবটাই কব্জা করে নিয়ে সেটার একটা অংশ এরা নিজেদের ভোটব্যাঙ্ককে দিয়ে দেবে। আর মজাটা দেখুন, তৃণমূলের কেউ এটা নিয়ে একটা শব্দও বলছে না। বরং মৌন থেকে সেটাকে সমর্থন করছেন।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande