প্রথম দু'ঘণ্টায় ৬০ অভিযোগ তৃণমূলের, অধিকাংশই ইভিএম সংক্রান্ত
কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): ভোট শুরুর পর প্রথম দু’ঘণ্টায় ৬০ অভিযোগ তৃণমূলের। অধিকাংশ অভিযোগই বালুরঘ
অধিকাংশই ইভিএম সংক্রান্ত


কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): ভোট শুরুর পর প্রথম দু’ঘণ্টায় ৬০ অভিযোগ তৃণমূলের। অধিকাংশ অভিযোগই বালুরঘাট ও রায়গঞ্জ কেন্দ্র থেকে। রায়গঞ্জ থেকে ৩০ এবং বালুরঘাট থেকে ২৭টি অভিযোগ উঠেছে বলে দাবি তৃণমূলের। অধিকাংশ অভিযোগ ইভিএম সংক্রান্ত। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

ভোট শুরুর পর ৪০ মিনিট কেটে গেলেও ভোটই শুরু হয়নি কুমারগঞ্জের ডাঙারহাটের একটি বুথে ও রায়গঞ্জের ১২৯ নম্বর বুথে। দুই জায়গা থেকেই ইভিএম খারাপের খবর মিলেছে। এতে অপেক্ষমান ভোটার এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনেকে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা অসন্তোষ জানান ভোটকর্মীদের।

এদিন সকালে ভোট শুরু হতেই ভোটারদের বাধা দেওয়ার অভিযোগে সরব হন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, গঙ্গারামপুরের নাড়ুই কেন্দ্র, ইটাহারে ভোটদানে বাধা দিচ্ছে তৃণমূল। বিজেপির এজেন্টকে মারধরের অভিযোগেও সরব হন বিজেপি প্রার্থী।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande