রামনবমীতে বোমাবাজির ঘটনার কথা স্বীকার করল পুলিশ
কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.) : রামনবমীর অশান্তির দিন মুর্শিদাবাদে বোমাবাজির ঘটনার কথা স্বীকার করল পুলিশ
রামনবমীতে বোমাবাজির ঘটনার কথা স্বীকার করল পুলিশ


কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.) : রামনবমীর অশান্তির দিন মুর্শিদাবাদে বোমাবাজির ঘটনার কথা স্বীকার করল পুলিশ। তবে এখনও পর্যন্ত এই তদন্তে গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে রাজ্য।

বিষয়ি নিয়ে কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি এবং মুর্শিদাবাদের পুলিশ সুপারের তরফে পৃথক ভাবে দু’টি রিপোর্ট হাই কোর্টে জমা দেওয়া হয়।

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রাজ্যের কাছে বহরমপুরের অশান্তি নিয়ে রিপোর্ট তলব করেছিল। শুক্রবার সেই রিপোর্টই আদালতে জমা পড়েছে। সিআইডি একটি রিপোর্ট দিয়েছে।

পৃথক ভাবে আর একটি রিপোর্ট দিয়েছেন মুর্শিদাবাদের পুলিশ সুপার। সেখানে জানানো হয়েছে, রামনবমীর দিন মিছিলকে কেন্দ্র করে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে বহরমপুরে। কিছু এলাকায় বোমাবাজির ঘটনাও ঘটেছে। তবে এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তদন্তে উঠে আসেনি।

হিন্দুস্থান সমাচার / অশোক




 

 rajesh pande