বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী কংগ্রেস : বেণুগোপাল
তিরুবনন্তপুরম, ২৭ এপ্রিল (হি.স.): রাজস্থান ও বিহার-সহ বেশ কিছু রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতব
বেণুগোপাল


তিরুবনন্তপুরম, ২৭ এপ্রিল (হি.স.): রাজস্থান ও বিহার-সহ বেশ কিছু রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতবে কংগ্রেস। শনিবার এমনই দাবি করলেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। এদিন তিরুবনন্তপুরমে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, রাজস্থান, বিহার এবং অন্যান্য রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হওয়ার ব্যাপারে কংগ্রেস অত্যন্ত আত্মবিশ্বাসী।

তিনি আরও বলেছেন, নরেন্দ্র মোদীর '৪০০ পার' উক্তি প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনের পর মাটিতে চুরমার হয়ে গিয়েছে। ইন্ডি জোট এবার অবশ্যই জিতবে। প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ নির্বাচনকে মেরুকরণের চেষ্টা করা হয়েছে। সিপিআই (এম)-এর সমালোচনা করে বেণুগোপাল বলেছেন, সিপিআই (এম) নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণভাবে হাইজ্যাক করেছে। সিপিআই (এম)-এর লক্ষ্য কেরলে ভোটের হার কমিয়ে আনা।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande