মুম্বই, ১০ জুলাই (হি.স.) : শ্যুটিং চলাকালীন গুরুতর জখম হলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। তাঁকে ভর্তি করা হয়েছে হায়দরাবাদের একটি হাসপাতালে। সূত্রের খবর, তেলেগু সিনেমা ‘এনবিকে ১০৯’-এর একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করছিলেন উর্বশী। তখনই গুরুতর চোট পান অভিনেত্রী। তাঁর হাড় ভেঙেছে বলে জানা গিয়েছে। তবে শরীরের কোন অংশে আঘাত লেগেছে সেই বিষয়ে কিছুই খবর পাওয়া যায়নি। এমনকী শ্যুটিং চলাকালীন কীভাবে অভিনেত্রী চোট পেলেন সেই বিষয়েও কিছুই জানা যায়নি। তেলেগু তারকা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গেই ‘এনবিকে ১০৯’ ছবিতে কাজ করছেন উর্বশী।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।
হিন্দুস্থানের খবর / Rakesh Das / Sonali Das