ফরিদাবাদ: স্কুল বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০ শিশু
ফরিদাবাদ: স্কুল বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০ শিশু
ফরিদাবাদ: স্কুল বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ৩০ শিশু


ফরিদাবাদ,

১০ জুলাই (হি.স.) : হরিয়ানার ফরিদাবাদের সেক্টর-৭৬ পার্ক ফ্লোর

২-এর সামনে একটি বেসরকারি স্কুল বাসের সামনের অংশে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে

পড়ে। বুধবার দুর্ঘটনাটি ঘটেছে। এই সময়

বাসে ৩০ জন শিশু ছিল।

নিরাপত্তারক্ষী এবং রক্ষণাবেক্ষণ কর্মীরা সকল শিশুকে

নিরাপদে সরিয়ে নিয়ে অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বাসটির তেমন কোনো ক্ষতি হয়নি। শুধুমাত্র সামনের অংশে একটি আগুন লেগেছিল, যা সময়মত

নিয়ন্ত্রণে আনা হয়। সোসাইটির প্রধান সুমিত কাম্বোজ জানান, বাসটি শিশুদের

নিয়ে স্কুলে যাচ্ছিল। শিশুরা স্কুল বাসে

ওঠার সঙ্গে সঙ্গে বাসের সামনের অংশের ইঞ্জিন এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা বাসের চালককে বিষয়টি জানালে সব শিশুকে বাস থেকে

নামিয়ে দেওয়া হয়। পরে সবাই মিলে আগুন

নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তারক্ষী ও রক্ষণাবেক্ষণ কর্মীদের তৎপরতায় বড় দুর্ঘটনা

এড়ানো গেছে।

হিন্দুস্থান সমাচার /সোনালি

হিন্দুস্থানের খবর / Sonali Das / সৌম্যজিৎ চক্রবর্তী




 

 rajesh pande