
মুর্শিদাবাদ, ৮ জানুয়ারি (হি.স.) : বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ জেলার তারাপুর হাসপাতালের পিছনের একটি বাগানে এক মহিলার অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখা যায়। সেখান থেকেই গুরুতর জখম অবস্থায় উদ্ধার হয়েছে তার তিন বছরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মহিলার দেহের পোশাক ছিন্নভিন্ন অবস্থায় ছিল এবং তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহের কাছে তিন বছরের একটি শিশু আহত অবস্থায় পড়ে ছিল এবং সে কাঁদছিল। স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মহিলার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশুটিকে চিকিৎসার জন্য অনুপনগর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি। তিনি স্থানীয় বাসিন্দা নাকি বাইরে থেকে এখানে আনা হয়েছিল , তা পুলিশ নির্ধারণের চেষ্টা করছে । প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করেনি।
এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা মমিনুল ইসলাম জানান, হাসপাতালের পিছনের এই বাগানটি সাধারণত বেশ নির্জন। সকালে তিনি সেখানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় একজন মহিলা পড়ে আছেন এবং একটি শিশুটি যন্ত্রণায় কাতরাচ্ছে। তিনি পুলিশকে খবর দেন।
একজন পুলিশ আধিকারিক জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে এবং মৃত মহিলার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। মহিলার ছবিও নিকটবর্তী থানায় পাঠানো হয়েছে যাতে তাকে শনাক্ত করা যায়।
হিন্দুস্থান সমাচার / সোনালি