তাজিকিস্তানে ভূমিকম্প, কাশ্মীর উপত্যকায়-ও অনুভূত কম্পন
শ্রীনগর, ৯ জানুয়ারি (হি.স.) : মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে শুক্রবার ভোররাতে মাঝারি মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। এই কম্পনের প্রভাব কাশ্মীর উপত্যকার বিভিন্ন অংশেও অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও
তাজিকিস্তানে ভূমিকম্প, কাশ্মীর উপত্যকায় অনুভূত কম্পন


শ্রীনগর, ৯ জানুয়ারি (হি.স.) : মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে শুক্রবার ভোররাতে মাঝারি মাত্রার একটি ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। এই কম্পনের প্রভাব কাশ্মীর উপত্যকার বিভিন্ন অংশেও অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জাতীয় ভূকম্পন বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভারতীয় সময় শুক্রবার ভোররাত ২টা ৪৪ মিনিটে এই ভূমিকম্পটি হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাজিকিস্তানে, ভূপৃষ্ঠের প্রায় ১১০ কিলোমিটার গভীরে। আফগানিস্তানের ফৈজাবাদ থেকে প্রায় ২৮৩ কিলোমিটার পূর্ব ও উত্তর-পূর্ব দিকে ৩৮.২৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৩.৪২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এর অবস্থান চিহ্নিত হয়েছে।

ভূপৃষ্ঠের অনেক গভীরে এর কেন্দ্রস্থল হওয়ায় এর প্রভাব সীমিত থাকবে বলেই মনে করছে জাতীয় ভূকম্পন বিজ্ঞান কেন্দ্র। কাশ্মীর উপত্যকায় কম্পন অনুভূত হলেও কোথাও আতঙ্কজনক পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande