শীতে জবুথবু কাশ্মীর, নানা স্থানে রাস্তায় চলছে বরফ সরানোর কাজ
শ্রীনগর, ৯ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। হু হু করে নামছে তাপমাত্রার পারদ। শীতের কামড়ে জবুথবু অবস্থা। তাপমাত্রার পারদ পতনের সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহে কাবু ভূস্বর্গ। মাত্রাতিরিক্ত ঠান্ডায় রীতিমতো জমে গিয়েছে শ্রীনগরের ডা
জমজমাট ঠান্ডা জম্মু ও কাশ্মীরে, পার্বত্য অঞ্চলে তুষারপাত


শ্রীনগর, ৯ জানুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডায় কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা। হু হু করে নামছে তাপমাত্রার পারদ। শীতের কামড়ে জবুথবু অবস্থা। তাপমাত্রার পারদ পতনের সঙ্গে সঙ্গে শৈত্যপ্রবাহে কাবু ভূস্বর্গ। মাত্রাতিরিক্ত ঠান্ডায় রীতিমতো জমে গিয়েছে শ্রীনগরের ডাল লেক।

মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে কাঁপছে শ্রীনগর, আগের রাতই সেখানে ছিল এই মরশুমের শীতলতম রাত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। বাড়বে শীতের দাপট। ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের নানা স্থানে তুষারপাত হয়েছে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ-এ মুঘল রোডের ওপর জমে থাকা বরফ সরানোর কাজ চলে এদিন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande