পানাগড়ে রেললাইনে আরপিএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার
দুর্গাপুর, ৯ জানুয়ারি (হি.স.) : পানাগড় রেলস্টেশনে কর্তব্যরত এক আরপিএফ জওয়ানের রেললাইনে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে আসানসোল ডিভিশনের অন্তর্গত পানাগড় রেলস্টেশনে এই ঘটনা ঘটে। শুক্রবার জিআরপি সূত্রে জানা
পানাগড়ে রেললাইনে আরপিএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার


দুর্গাপুর, ৯ জানুয়ারি (হি.স.) : পানাগড় রেলস্টেশনে কর্তব্যরত এক আরপিএফ জওয়ানের রেললাইনে ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার রাতে আসানসোল ডিভিশনের অন্তর্গত পানাগড় রেলস্টেশনে এই ঘটনা ঘটে।

শুক্রবার জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম অরুণ সিং (৫৫)। তিনি পানাগড় রেলস্টেশনে আরপিএফে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার রাতে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রেললাইনে কর্তব্যরত অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়। লাইনের ওপর মাথা বিচ্ছিন্ন অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখা যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরপিএফ ও জিআরপি। এরপর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আরপিএফ ও জিআরপি। এই ঘটনাকে কেন্দ্র করে রেলকর্মী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande