
নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): ইডি-র কাজে বাধা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে কলঙ্কিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদ বলেন, গতকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গে যা ঘটেছে, তা স্বাধীন ভারতে আগে কখনও ঘটেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমগ্র কাজ শুধু অনৈতিক, দায়িত্বজ্ঞানহীন এবং অসাংবিধানিকই নয়, বরং তিনি পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকেই কলঙ্কিত করেছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি। সেই অভিযান চলাকালীন আইপ্যাকের অফিসে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মমতার বিরুদ্ধে। ইডি-র পক্ষ থেকেও কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ