
পাটনা, ৮ জানুয়ারি (হি.স.) : বিহারের চারটি নিম্ন আদালতে (দেওয়ানি আদালত) বোমা হামলার হুমকি আসায় রাজ্যজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পাটনা, গয়া, আরারিয়া ও কিষাণগঞ্জ দেওয়ানি আদালতে ই-মেলের মাধ্যমে এই হুমকি পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পাটনা দেওয়ানি আদালতের সরকারি ই-মেল আইডিতে বৃহস্পতিবার সকালে একটি হুমকিমূলক বার্তা পৌঁছায়। বিষয়টি জানাজানি হতেই আদালত চত্বরে তৎপরতা শুরু হয়। ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সহায়তায় আদালত ভবনের প্রতিটি অংশে তল্লাশি অভিযান চালানো হয়। এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।
পাটনা সেন্ট্রাল পুলিশের সুপার জানান, হুমকির বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ই-মেলের উৎস চিহ্নিত করতে সাইবার সেলের মাধ্যমে তদন্ত শুরু হয়েছে।
একই ধরনের হুমকি গয়া দেওয়ানি আদালতেও পাওয়া গেছে। বিচারকের সরকারি ই-মেল আইডিতে হুমকির বার্তা আসার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আদালত চত্বর খালি করে আশপাশের এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কিষাণগঞ্জ দেওয়ানি আদালতেও হুমকি পাওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসডিপিও-সহ ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকরা আদালত চত্বরে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছেন।
এছাড়াও আরারিয়া দেওয়ানি আদালতেও ই-মেল আইডিতে পাঠানো বার্তায় আদালত ভবনে বোমা রাখা হয়েছে বলে দাবি করা হয়। এর জেরে সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছানো হবে না। প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য