সুনীল গাভাসকারের ৭৫তম জন্মদিন, কিংবদন্তির জন্য শুভেচ্ছা ক্রিকেটপ্রেমীদের
সুনীল গাভাসকারের ৭৫তম জন্মদিন, কিংবদন্তির জন্য শুভেচ্ছা ক্রিকেটপ্রেমীদের
Sunil Gavaskars 75 birthday


কলকাতা, ১০ জুলাই (হি.স.): বুধবার ভারত তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকারের ৭৫তম জন্মদিন। ক্রিকেটপ্রেমীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন লিটল মাস্টার। বিসিসিআইয়ের তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে গাভাসকারকে।

গাভাসকারের অনন্য কীর্তিগুলিঃ

**১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের অভিষেক টেস্ট সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাভাসকার। কোনও ব্যাটার অভিষেক টেস্ট সিরিজে এটাই সর্বকালের সর্বাধিক রান।

**টেস্ট ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন গাভাসকার।

**গাভাসকার হলেন প্রথম ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে ব্র্যাডম্যানের সব থেকে বেশি সেঞ্চুরির রেকর্ড ভেঙেছিলেন। গাভাসকার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩০তম সেঞ্চুরি করে এই রেকর্ড তৈরি করেছিলেন এবং প্রায় দু দশক ধরে এই রেকর্ড কেউ ভাঙতে পারেননি। পরবর্তীকালে সচিন তেন্ডুলকর সানির সেই রেকর্ড ভাঙেন।

**ওপেনিংয়ে গাভাসকারের করা ৯৬০৭ রান ভারতীয় হিসাবে সর্বকালের সর্বোচ্চ।

**গাভাসকার যৌথভাবে তিনবার টেস্ট ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নারের সঙ্গে গাভাসকারও এই বিরল কীর্তির অধিকারী।

**টেস্ট ক্রিকেটে ১০০ টিরও বেশি ক্যাচ নেওয়া প্রথম ভারতীয় ফিল্ডার (উইকেট-রক্ষক ব্যতীত) ছিলেন গাভাসকার।

**৭০-৮০ দশকে ওয়েস্ট ইন্ডিজের আগুন ঝরানো পেস বোলিংয়ের বিরুদ্ধে গাভাসকার ক্রমাগত রান করে ১৩টি সেঞ্চুরির সঙ্গে ২৭৪৯ করেছিলেন।

**সুনীল গাভাসকার হলেন একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি ব্যাট হাতে একটি পুরো ইনিংস খেলেছিলেন, সেটা ১৯৮৩ সালের পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে। সেবার ১০৭ রান করে এক ইনিংসে নট আউট ছিলেন যা এক রেকর্ড সৃষ্টি করেছিল। পরবর্তীকালে রাহুল দ্রাবিড় , বীরেন্দ্র সেহওয়াগ এবং চেতেশ্বর পূজারা এই অনবদ্য রেকর্ড করেছিলেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি

হিন্দুস্থানের খবর / Santi Roychowdhruy / Sayani Saha / সৌম্যজিৎ চক্রবর্তী




 

 rajesh pande