
জেদ্দা, ৭ জানুয়ারি(হি.স.): জেদ্দায় সেমি-ফাইনালে বুধবার আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সিলোনা। কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১২.৩০ মিনিটে।
চার দল নিয়ে গত কয়েক বছর ধরেই সৌদি আরবে হচ্ছে স্প্যানিশ সুপার কাপ। আগের মরসুমের লা লিগা ও কোপা দেল রের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো খেলে এখানে। ২০২৪-২৫ মরসুমে ওই দুটি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বার্সিলোনা, রানার্সআপ রিয়াল। তাই এই দুই দলের সঙ্গে গত মরসুমে তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে লা লিগা শেষ করা আতলেতিকো মাদ্রিদ ও বিলবাও সুযোগ পেয়েছে এবারের সুপার কাপে।
লা লিগায় টানা ৯ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে সুপার কাপে নামছে বার্সিলোনা। বুধবার জিততে পারলে আগামী রবিবার ফাইনালে রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের খেলবে বার্সিলোনা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি