
সিডনি, ৮ জানুয়ারি(হি.স.): বৃহস্পতিবার সিডনি টেস্ট বাঁচাতে ইংল্যান্ডকে অলৌকিক কিছু করতে হতো। কিন্তু তা হলো না।বুধবার সেঞ্চুরি হাঁকিয়ে দিন শেষ করা জ্যাকব বেথেলের কাঁধেই ছিল সেই অলৌকিক কিছু করে দেখানোর ভার। কিন্তু তিনি ১৫৪ রানে আউট হওয়ার পরেই ইংল্যান্ড ৩৪২ রানে শেষ। এরপর ১৬০ রানের স্বল্প পুঁজি নিয়ে ইংরেজ বোলাররা তেমন কিছু করতে পারল না। ৪-১এ জয় দিয়েই অস্ট্রেলিয়া সিরিজ শেষ করল।
ট্রাভিস হেড আর জ্যাক ওয়েদারাল্ডের ওপেনিং জুটিই ৬২ রান যোগ করেন।অস্ট্রেলিয়া জিতল পাঁচ উইকেটে।
ঘরের মাঠে আজ উসমান খাজা জ্বলে উঠতে না পারলেও বর্ণাঢ্য কেরিয়ারের ইতি করলেন জয় দিয়েই।
ইংল্যান্ড সিরিজে একটি মাত্র জয় পেয়েছে সেটি হল মেলবোর্নএ। ৪ উইকেটে জয় পেয়েছিল তারা।
দুই ইনিংসে ১৬৩ ও ২৯ রান করে সিডনি টেস্টের প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন ট্রাভিস হেড। আর পাঁচ টেস্টে ৩১ উইকেট ও ১৫৬ রান নিয়ে প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন মিচেল স্টার্ক।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি