
রিয়াদ, ৯ জানুয়ারি (হি.স.): এক ম্যাচ পর গোলের দেখা পেলেও রোনাল্ডোর দল আল নাসর জয়ের পথে ফিরতে পারল না। টানা দ্বিতীয় ম্যাচে হেরে গেল আল নাসর।
সৌদি প্রো লিগে বৃহস্পতিবার রাতে ঘরের মাঠে আল কাদসিয়াহর বিপক্ষে ২-১ গোলে হেরেছে আল নাসর। সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫১ মিনিটে হুলিয়ান কিনিয়োনেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর, ৬৬ মিনিটে ব্যবধান বাড়ান নাইতান নান্দেস। ৮১তম মিনিটে রোনাল্ডোর সফল স্পট-কিকে ব্যবধান কমালেও, বাকি সময়ে গোল করে জয়ের পথে ফিরতে পারেনি আল নাসর।
এদিকে হাজার গোলের পিছনে ছুটতে চলা পর্তুগিজ মহাতারকার কেরিয়ারে গোল হয়ে গেল ৯৫৮টি।
দুই সপ্তাহ আগেও লিগ টেবিলে ৪ পয়েন্টে এগিয়ে শীর্ষ স্থানে ছিল তারা। এখনও তারা শীর্ষস্থানের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে।
১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে আল হিলাল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল নাসর।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি