
কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.) : শুক্রবার কল্যাণী স্টেডিয়ামে প্রাক্তন চ্যাম্পিয়ন গোকুলাম কেরল এফসির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর ইস্ট বেঙ্গল এফসি ইন্ডিয়ান উইমেন্স লিগ(আইডব্লিউএল) ২০২৫-২৬-এর প্রথম পর্ব ১৮ পয়েন্টের নিখুঁত রেকর্ডের সাথে শেষ করেছে।
এটি গত মরশুমের বিজয়ী এবং রানার্সআপের মধ্যে একটি লড়াই ছিল, এবং এর সমাপ্তি ঘটে ইস্টবেঙ্গলের আইডব্লিউএল ইতিহাসে টানা দুটি শিরোপা জয়ের লক্ষ্যে আরও একটি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে। এখনও পর্যন্ত তাদের শিরোপা রক্ষা করা একমাত্র দল হল গোকুলাম কেরল, কিন্তু সাতটি খেলায় মাত্র একটি জয়ের পর তারা এই মরশুমে অবাঞ্ছিত অবনমনের লড়াইয়ে পড়েছে।
গত মৌসুমে ইস্টবেঙ্গলের বিপক্ষে গোকুলামের হয়ে হ্যাটট্রিক করা ফজিলা ইকওয়াপুট ৩৫তম মিনিটে মোশাল গার্লসের হয়ে গোলের সূচনা করেন। এরপর রেস্টি নানজিরি (৫৫ মিনিট) এবং সুলাঞ্জনা রাউল (৭৬ মিনিট) অ্যান্থনি অ্যান্ড্রুজের দলের জন্য আরও তিনটি পয়েন্ট নিশ্চিত করেন।
ছয়টিতে ছয়টি জয় নিয়ে, ইস্টবেঙ্গল দ্বিতীয় স্থানে থাকা সেতু এফসির চেয়ে দুই পয়েন্ট এগিয়ে, যারা গাড়োয়াল ইউনাইটেড এফসিকে ৪-১ গোলে হারিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি