
লন্ডন, ৯ জানুয়ারি (হি.স.): এমরিটেস স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে গোলশূন্য ড্র হয়েছে শিরোপাধারী ও পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলের লড়াই।
টানা পাঁচ জয়ের পর ড্র করল আর্সেনাল। চলতি আসরে দ্বিতীয়বার লিভারপুলের বিপক্ষে পয়েন্ট হারাল তারা। দুই দলের প্রথম দেখায় অ্যানফিল্ডে ১-০ হেরেছিল তারা। অন্যদিকে আসরে টানা তিন ম্যাচে ড্র করল লিভারপুল।
২১ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ৪৩ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা।
আর ১০ জয় ও পাঁচ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে লিভারপুল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি