বিজয় হাজারে ট্রফি এলিটে বাংলার দলগত স্কোর - ২৬৯ রান
কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : বিজয় হাজারে ট্রফি এলিটে বাংলার মুখোমুখি উত্তরপ্রদেশ। প্রথম ব্যাটিংয়ে বাংলার দলগত স্কোর - ২৬৯ রান। উত্তরপ্রদেশের সামনে জয়ের জন্য ২৭০ রানের লক্ষ্যমাত্রা রাখল বাংলা দল। বৃহস্পতিবার খেলায় সুদীপ কুমার ঘরামি সর্বাধিক ৯৪
বিজয় হাজারে ট্রফি এলিটে বাংলার প্রথম একাদশ


কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : বিজয় হাজারে ট্রফি এলিটে বাংলার মুখোমুখি উত্তরপ্রদেশ। প্রথম ব্যাটিংয়ে বাংলার দলগত স্কোর - ২৬৯ রান। উত্তরপ্রদেশের সামনে জয়ের জন্য ২৭০ রানের লক্ষ্যমাত্রা রাখল বাংলা দল। বৃহস্পতিবার খেলায় সুদীপ কুমার ঘরামি সর্বাধিক ৯৪ রান করে। ১২ টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারির সাহায্য তা হলে ও মাত্র ৬ রানের জন্য শতরানের ইনিংসটি এদিন হাতছাড়া হয়েছে তার। এর মধ্যে উল্লেখযোগ্য - শাহবাজ আহমেদ - ৪৩ রান, আকাশদীপ - ৩৩ রান, দলনেতা অভিমন্যু ঈশ্বরণ - ২৮ রান করে। এছাড়াও সাকির হাবিব গান্ধী - ১৭ রান, বিশাল ভাতি - ১৫ রান, অনুষ্টুপ মজুমদার - ১৩ রান, মহম্মদ শামি - ১০ রান করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার টসে হারল বাংলা দল। ব্যাটিংয়ের জন্যে ডাক পড়ে। ফিল্ডিং ও বেছে নিয়েছে উত্তরপ্রদেশ। সানোসারা ক্রিকেট গ্রাউন্ড - বি' তে এদিন খেলা ছিল।

উল্লেখ্য, অভিষেক পোড়েল চোট পেয়ে মাঠের বাইরে। রাজকোট থেকে কলকাতায় আনা হচ্ছে। এর পরিবর্তে সাকির হাবিব গান্ধী দলের পরিস্থিতি ( উইকেট রক্ষক ও ব্যাটসম্যান) - কে সামাল দিতেই নেওয়া হয়েছে। এদিকে, তিনজন খেলোয়াড় বদল করেছে বাংলা দল - অঙ্কিত মিশ্র, বিশাল ভাতি ও সাকির হাবিব গান্ধী এদিন দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে, এর পরিপ্রেক্ষিতেই বাদ পড়েছে যথাক্রমে ৩ জন - মুকেশ কুমার, সুমন্ত গুপ্ত ও সুমিত নাগ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande