ইংলিশ প্রিমিয়ার লিগ: সিটির টানা তৃতীয় ড্র
ম্যানচেস্টার, ৮ জানুয়ারি (হি.স.): ঘরের মাঠে বুধবার রাতে ব্রাইটনের বিপক্ষে ১-১ ড্র করেছে ম্যানচেস্টার সিটি। লিগে এটি তাদের টানা তৃতীয় ড্র। আর্লিং হলান্ডের স্পট কিকে ব্রাইটনের বিপক্ষে এগিয়ে গিয়েও জয় পেল না ম‍্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে গোল হজম
ইংলিশ প্রিমিয়ার লিগ: সিটির টানা তৃতীয় ড্র, পিছিয়ে পড়লো শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে


ম্যানচেস্টার, ৮ জানুয়ারি (হি.স.): ঘরের মাঠে বুধবার রাতে ব্রাইটনের বিপক্ষে ১-১ ড্র করেছে ম্যানচেস্টার সিটি। লিগে এটি তাদের টানা তৃতীয় ড্র।

আর্লিং হলান্ডের স্পট কিকে ব্রাইটনের বিপক্ষে এগিয়ে গিয়েও জয় পেল না ম‍্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে গোল হজম করে ফের পয়েন্ট হারাল পেপ গুয়ার্দিওলার দল সিটি।

চলতি আসরে হলান্ডের গোল হলো ২০টি। সিটির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭৩ ম‍্যাচে গোল করলেন ১৫০টি।

ম‍্যাচে ৬০ শতাংশের বেশি সময় বল নিজেদের দখলে রেখে গোলের জন‍্য ২২টি শট নেয় সিটি, এর মধ্যে ছয়টি শট ছিল লক্ষ‍্যে। অন‍্য দিকে ব্রাইটন ৬ শটের তিনটি রাখতে পারে লক্ষ‍্যে।

২১ ম‍্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি। এক ম‍্যাচ কম খেলে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে আর্সেনাল।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande