স্কুল ফুটবলে জয়ী ঝাড়গ্রাম মাণিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ
কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : আইএফএ ও সুপ্রিম নলেজ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে আয়োজিত রাজ্য আন্তঃ জেলা অনূর্ধ্ব - ১৪, স্কুল ফুটবলে সুপ্রিম কাপের খেলায় চ্যাম্পিয়নের খেতাব জিতল ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেডিয
ঝাড়গ্রামের মাণিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের


কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : আইএফএ ও সুপ্রিম নলেজ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে আয়োজিত রাজ্য আন্তঃ জেলা অনূর্ধ্ব - ১৪, স্কুল ফুটবলে সুপ্রিম কাপের খেলায় চ্যাম্পিয়নের খেতাব জিতল ঝাড়গ্রামের মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেডিয়ামে ফাইনালে ৬ - ২ গোলের ব্যবধানেই হারাল দক্ষিণ চব্বিশ পরগণার ঘাসিয়ারা বিদ্যাপীঠকে। মানিকপাড়ার মুচিরাম মুর্মু একক ভাবে তিনটি গোল করেন। অন্য তিনটি জয়সূচক গোলের মধ্যেই বিবেক মাহাতো দুটি ও দেবজিত মালিক একটি গোল করেছে। পক্ষান্তরে, ঘাসিয়ারার তরফেও গোল দেবাশিষ সোরেন ও ঈশান মন্ডল গোল করেছে। এদিন ম্যাচের সেরা মানিকপাড়া স্কুলের - মুচিরাম মান্ডি। ফাইনালের খেলায় মাঠে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার স্বপন সেনগুপ্ত ও রঞ্জিত মুখার্জী, আইএফএ কোষাধ্যক্ষ সুফল রঞ্জন গিরি, যুগ্ম সহ - সচিব বিশ্বজিৎ ভাদুড়ি, রাকেশ ঝাঁ, সুপ্রীম নলেজ ফাউন্ডেশনের অধ্যক্ষ ড. নবনীল বসু, উত্তর চব্বিশ পরগণা জেলা ক্রীড়া সংস্থার সচিব সিদ্ধার্থ ভট্টাচার্য প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande