রুদ্ধশ্বাস খেলায় ১ উইকেটে মধ্যপ্রদেশকে হারিয়ে নক আউটে যাওয়া নিশ্চিত করল বাংলা
ত্রিবান্দ্রম, ৮ জানুয়ারি (হি. স.) : মধ্যপ্রদেশের বিপক্ষে বাংলা দলের জয়জয়কার। মেয়েদের অনূর্ধ্ব - ১৫ ওয়ান ডে ট্রফিতে বাংলা অপ্রতিরোধ্য। রুদ্ধশ্বাস খেলায় পয়েন্ট তালিকা শীর্ষে পৌঁছল। মেয়েদের অনূর্ধ্ব - ১৫ ওয়ান ডে ট্রফি এলিটে অপ্রতিরোধ্য বাংলা। চলতি ট
মেয়েদের অনূর্ধ্ব বাংলার বিজয়ী দল


ত্রিবান্দ্রম, ৮ জানুয়ারি (হি. স.) : মধ্যপ্রদেশের বিপক্ষে বাংলা দলের জয়জয়কার। মেয়েদের অনূর্ধ্ব - ১৫ ওয়ান ডে ট্রফিতে বাংলা অপ্রতিরোধ্য। রুদ্ধশ্বাস খেলায় পয়েন্ট তালিকা শীর্ষে পৌঁছল। মেয়েদের অনূর্ধ্ব - ১৫ ওয়ান ডে ট্রফি এলিটে অপ্রতিরোধ্য বাংলা। চলতি টুর্নামেন্টে একটানা চতুর্থ বার জয়ের সুবাদে গতবারের চ্যাম্পিয়ন দল গ্রুপ 'এ' - র শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল। সেই সঙ্গে নক - আউটে যাওয়াও কার্যতঃ নিশ্চিত।

বৃহস্পতিবার ত্রিবান্দ্রমে বাংলা ১ উইকেটে মধ্যপ্রদেশকে হারালো। এদিন টসে জিতে ফিল্ডিং নিয়ে মধ্যপ্রদেশকে ৩৩.৫ ওভারে ১৩৮ রানে বাঁধে বাংলা। জাহ্নবী রাই সর্বাধিক ৩৫ রান করেছে। প্রত্যূষা দে ১টি মেডেন - সহ ৬.৫ ওভারে ২৬ রানের বিনিময়ে ৪ উইকেট তোলে। স্নিগ্ধা বাগ ৭ ওভারে ৩২ রান দিয়ে নেয় তিনটি উইকেট।

১৩৯ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ২৭.২ ওভারে ৯/১১১ রানে বাংলার নবম উইকেটের। যদিও শেষপর্যন্ত নাপিসা ইয়াসমিন ৩৩ বলে অপরাজিত ২১ ও সালমা খাতুন ৩০ বলে অপরাজিত ১২ রান। বাংলাকে ৩৪.৩ ওভারে লক্ষ্যেই পৌঁছে দেয়। অবিচ্ছেদ্য দশম উইকেট জুটিতে ৪৩ বলে সর্বাধিক ২৮ রান সংগ্রহ। রাধিকা কুমারী ২৬ বলে ২০ রান ও অধিনায়ক আলিনা খান ২ উইকেট নিয়েছে।

শনিবার বাংলা - তামিলনাড়ু মুখোমুখি শেষ খেলায়। উল্লেখ্য, অরিক্তা মান্নার নেতৃত্বাধীন বাংলা দলের প্রতিপক্ষ দুই নম্বরে থাকা তামিলনাড়ু (৪ ম্যাচে - ১২ পয়েন্ট)। তুলনামূলক বিচারে বাংলার রান রেট - ১.৮৭৮, তামিলনাড়ুর ০.৫৯৮।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande