জাতীয় মঞ্চে ব্লাইন্ড ফুটবলে বাংলার মুখ নবদ্বীপের নন্দিতা সর্দার
কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হয়েও জাতীয় ক্রীড়া মঞ্চে সাফল্যের পতাকা উড়িয়েছে। অন্ধকারকে হার মানিয়ে স্বপ্ন দেখার সাহস। নদিয়া জেলার নবদ্বীপের এক অদম্য কিশোরী। প্রায় ৯০ শতাংশ দৃষ্টিহীন নন্দিতা সর্দার দেরাদূনে অনুষ্ঠ
নবদ্বীপের নন্দিতা সর্দার


কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : প্রায় সম্পূর্ণ দৃষ্টিহীন হয়েও জাতীয় ক্রীড়া মঞ্চে সাফল্যের পতাকা উড়িয়েছে। অন্ধকারকে হার মানিয়ে স্বপ্ন দেখার সাহস। নদিয়া জেলার নবদ্বীপের এক অদম্য কিশোরী। প্রায় ৯০ শতাংশ দৃষ্টিহীন নন্দিতা সর্দার দেরাদূনে অনুষ্ঠিত জাতীয়় স্তরের ব্লাইন্ড ফুটবল প্রতিযোগিতায় বাংলার দলকে দ্বিতীয় স্থানে পৌঁছেছে এবং স্বাভাবিকভাবেই এই রাজ্যের মুখ উজ্জ্বল করল।অতি সম্প্রতি ফাইনালে অল্প ব্যবধানে প্রথম স্থান হাতছাড়া হলেও, গোটা টুর্নামেন্ট জুড়ে নন্দিতার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। স্ট্রাইকার পজিশনে খেলেই একের পর এক গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করে সে বুঝিয়ে দিয়েছে - দৃষ্টিশক্তি কম থাকলেও আত্মবিশ্বাস ও দক্ষতার কোনও ঘাটতি নেই। এর আগেও সে দিল্লি ও হরিয়ানার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নেমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে নন্দিতা। আশ্চর্যের বিষয়, খুব অল্প সময় আগেই ফুটবলে হাতেখড়ি তার। কিন্তু অদম্য ইচ্ছাশক্তি ও নিয়মিত অনুশীলনের জোরেই সে এখন পৌঁছেছে জাতীয় পর্যায়ে।

নবদ্বীপ এপিসি ব্লাইন্ড স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী নন্দিতা ফুটবলকে শুধুমাত্র খেলা নয়, ভবিষ্যৎ হিসেবেই বেছে নিয়েছে। তাঁর স্পষ্ট কথা - কোনও একদিন দেশের জার্সি গায়ে চাপিয়েই মাঠে নামতে আগ্রহী। আশায় বুক বাঁধছেন সংশ্লিষ্ট পরিবার ও।

এই সাফল্যের নেপথ্যে রয়েছে পরিবার, স্কুল এবং পাড়া - প্রতিবেশীদের অকুণ্ঠ সমর্থন। নন্দিতার বাবা পবিত্র সর্দার, পেশায় দিনমজুর হলেও মেয়ের স্বপ্ন পূরণে আপসহীন রয়েছেন তিনি। নদিয়ার এক আদিবাসীপাড়ার বাসিন্দা পবিত্রবাবু নিজেই মেয়েকে নিয়মিত ফুটবল অনুশীলন করাতেন। সব প্রতিযোগিতায় পাশে থেকে সাহস জোগান। মা গৃহবধূ—দারিদ্র্যের সীমাবদ্ধতা সত্ত্বেও কখনও মেয়ের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াননি।

নন্দিতার সাফল্যে গর্বিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চ্যাটার্জী বলেন,“নন্দিতা প্রমাণ করেই ছেড়েছে যে, শারীরিক সীমাবদ্ধতা কখনও মনের শক্তিকে আটকাতে পারে না।” নন্দিতা সর্দার শুধুমাত্র একটি নাম নয় - সে বহু দৃষ্টিহীন শিশুর কাছে স্বপ্ন দেখার সাহস, লড়াইয়ের অনুপ্রেরণা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande