
কলকাতা, ৮ জানুয়ারি (হি. স.) : বহড়ু হাইস্কুলে বৃহস্পতিবার ক্রীড়া প্রশিক্ষণ শিবিরের সূচনা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সময়ে খেলাধূলা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বর্তমান প্রজন্ম। এখন খেলার জায়গা দখল করে নিয়েছে মোবাইল। আর সেই জায়গায় দাঁড়িয়ে জয়নগর থানা এলাকার বহু প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বহড়ু উচ্চ বিদ্যালয় এগিয়ে এলো ছাত্রদের ক্রীড়া প্রশিক্ষণে। বহড়ু উচ্চ বিদ্যালয় ও পরিচালন সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বহড়ু হাইস্কুলের মাঠে ক্রীড়া প্রশিক্ষন শিবির হয়ে গেল। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস,জয়নগর ১ নং বিডিও শুভদীপ দাস,জয়নগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর, জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মানস নস্কর ভূমি কর্মাধ্যক্ষ শুকুর আলী,কৃষি কর্মাধ্যক্ষ শান্তনু মালিক,বহড়ু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চম্পক মিশ্র, সহকারী শিক্ষক লস্কর জাহাঙ্গীর আহমেদ, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি ইন্দ্র মন্ডল সহ আরো অনেকে। এদিনের শিবিরের উদ্বোধন করেন বিধায়ক বিশ্বনাথ দাস। তিনি বলেন, স্কুলের জগতে খেলাধূলাকে ফিরিয়ে আনতে যে উদ্যোগ নেওয়া হয়েছে তাকে সাধুবাদ জানাই।বিধায়ক হিসাবে আমি এই কাজের পাশে আছি।জয়নগর ১ নং বিডিও শুভদীপ দাস বলেন, মোবাইলের অভ্যাসকে সরিয়ে খেলার জগতে ফিরিয়ে আনার এই উদ্যোগ সফল হোক।বিদ্যালয়ের প্রধান শিক্ষক চম্পক মিশ্র বলেন, পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রদের আ্যথলেটিক্স, ভলিবল, ফুটবল ও ক্রিকেট বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।যাতে আগামীদিনে ভালো খেলোয়াড় তৈরি হতে পারে। মূলত, সেই উদ্দেশেই ক্রীড়া শিবিরটি পথ চলা শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত